[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

থামছেই না ইসরায়েলি আগ্রাসন, গাজায় প্রাণহানি ৪৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ১৮:২৭

সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ছোট্ট এই উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৪৩ হাজারে পৌঁছাল। এ ছাড়া আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইহুদি রাষ্ট্রটির হামলায় এখন পর্যন্ত গাজায় ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে অন্তত ১ লাখ ৫৪৪ জন।

গাজার জনসংযোগ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলা ইসরায়েলের ৩৮৫ দিনের আগ্রাসনে ৩ হাজার ৭৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এসব হত্যাকাণ্ডে ৪২ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ, ১৭ হাজার ২১০ জন শিশু। এই সময়ে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। 

এ ছাড়া, ইসরায়েলি আগ্রাসনে গাজার জরুরি সেবা বিভাগের ৮৩ কর্মী নিহত হয়েছেন এবং সাংবাদিক নিহত হয়েছেন ১৭৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১ হাজার ২০৬টি পরিবার স্রেফ নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ, এসব পরিবারের সবাই মারা গেছে। 

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রাখায় ৩৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। এ ছাড়া ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু অপুষ্টির কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর