[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

দ্বিপাক্ষিক সব চুক্তির প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে, আশা ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ২২:০৭

সংগৃহীত ছবি

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলোর প্রতি বাংলাদেশের যথাযথ শ্রদ্ধাবোধ থাকবে আশা করে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা আশা করি পারস্পরিক সবগুলো চুক্তি প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে কারণ এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের সাথে সীমান্ত সমস্যা নিয়ে চলতি মাসের মাঝামাঝি নয়াদিল্লিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। 
 
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করি পারস্পরিক সব চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে। কারণ এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি।

সম্প্রতি সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি ‘অসম’ বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ নিয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবির মধ্যে ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত-সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে। এই চুক্তিগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরিতে সহায়তা করে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর