[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

বাংলাদেশে সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:২৫

সংগৃহীত ছবি

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড সরকার। ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আলবেনিয়া এবং জাম্বিয়া।

গত বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইস ইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সুইস ইনফোর প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে বৈদেশিক সহায়তার জন্য সুইস সরকার বরাদ্দ চেয়েছিল। কিন্তু যে পরিমাণ বরাদ্দ চাওয়া হয়, সেই পরিমাণ বরাদ্দ দেয়নি দেশটির পার্লামেন্ট। পরে তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১ কোটি সুইস ফ্রাঁ (১২ কোটি ১০ লাখ ডলার) কমিয়েছে। এ ছাড়া ২০২৬ থেকে ২০২৮ সাল নাগাদ আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ কাটছাঁট করা হয়েছে।

পার্লামেন্টে আন্তর্জাতিক সহায়তা কাটছাঁটের এই সিদ্ধান্ত গত বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। এরপর সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) তিন দেশে ২০২৮ সালের পর দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে বলে জানায়।

মানবিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম ও ইউক্রেনের প্রতি সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে বলেও সুইস ইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর