 
                                                                        অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।
কোনো দেশের নাম উল্লেখ না করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন, সে তথ্য তার কাছে নেই বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটির সভা ছিল। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে আমাদের তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। তারা বিভিন্ন জায়গায় একটু পানিটানি খায়, যাতে সেটা না করে আপনারাসহ সবাই তাদের একটু বুঝিয়ে বলবেন। যাতে রাস্তাঘাটে কোনও অসুবিধা না ঘটায়। ওইদিন আমাদের সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে। আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এটা যাতে কেউ না ওড়ায় সে জন্য অনুরোধ করছি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও এগুলো গ্রহণযোগ্য না।
উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। পুরোপুরি অ্যালার্ট আছে বিজিবি। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দেশের গণমাধ্যম ভালোভাবে দিতে পারে।
এমএএন
মন্তব্য করুন: