 
                                                                        মন্দিরে হামলা ও নির্যাতন রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট।
আজ শুক্রবার (৪ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট আট দফা দাবি জানিয়েছে তারা।
এসময় তারা গত ৫ আগস্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাসা-বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এসব ঘটনার সুষ্ঠু বিচারের লক্ষ্যে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।
এছাড়া ভবিষ্যতে যাতে সংখ্যালঘুদের ওপর কোন দমন পীড়ন না হয় সে বিষয়ে অর্ন্তবর্তী সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন হিন্দু ধর্মীয় নেতারা। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ৮ দাবি বাস্তবায়নের জোর দাবিও জানান তারা।
এমএএন
মন্তব্য করুন: