[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

ভালুকায় ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১৩:৪১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ভালুকা কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ন আহবায়ক তানভীর হাসান শান্ত ও তার নেতা কর্মীদের ওপর হামলা করেন আদি খান শাকিল ও তার  কর্মীরা।তাঁরা দুজন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলহাজ মোর্শেদ আলম এর অনুসারী হিসেবে পরিচিত।হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আদি খান শাকিলকে দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

এ ঘটনায় তানভীর হাসান শান্ত বলেন, আদি খান শাকিল আমার উপর ও আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর