[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান করবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ২০:২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এবার কোনো অনুষ্ঠান করা হবে না বলে জানিয়েছে দলটি। কোনো নেতাকর্মী করে থাকলে তার বিরুদ্ধে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

সোমবার (১১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ঐদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।

এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর