[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ষড়যন্ত্রে পা না দিয়ে দ্রুত নির্বাচন দিন: বিএনপির বুলু

নাঈম মজুমদার

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ২১:১৯

কুমিল্লায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, হাসিনাবিরোধী আন্দোলনে জড়িত সকল পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

রবিবার (১০ নভেম্বর) বিকালে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভাগীয় বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বরকতউল্লা বুলু বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য এ দেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে অতি শিগগিরই নির্বাচন দিতে হবে। কারো ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। একটি জাতীয় সরকার গঠিত হবে। 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বুলু বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর শহীদ জিয়া রণাঙ্গনের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কাউকে খুন করে কিংবা ক্যু করে জিয়াউর রহমান রাস্ট্র ক্ষমতায় আসেননি।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দুই বছর চেষ্টা করে ৩১ দফা প্রণয়ন করেছেন। রাষ্ট্রের এমন কোনও বিষয় নেই, যা এটাতে নেই। এটাই সংস্কারের মূল। এটা আমরা পার্লামেন্ট থেকে পাস করাবো।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর