[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

বিএনপি মহাসচিবের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১২:১০

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার সারাহ ডেরেক লো'র সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এর নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন।

এছাড়া বৈঠকে উপস্থিতি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর