[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণ জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪, ১৩:৪৭

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারপ্রধানের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল। এজন্যই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি অভিযোগ করে বলেন, বিগত কয়েকবছর পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনের সময় সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে। তাই ছাত্রলীগের মত আরেকটা সংগঠন যেন বাংলাদেশে তৈরি না হয়, সেজন্য কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হতে পারে। ক‍্যাম্পাসগুলোকে কোনো ধরনের সন্ত্রাসের আখড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা নিরাপদ ক‍্যাম্পাসে থেকে উদ্ধুদ্ধ হয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর