বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত দেড় দশক ধরে সীমান্তে বাংলাদেশের মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কখনোই কোনো প্রতিবাদ করেনি। উল্টো প্রতিবেশী দেশের সঙ্গে নতজানু সম্পর্ক রেখেছিল শেখ হাসিনা।
শনিবার (২ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কিছুই করেনি। কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে দেশের পুলিশ প্রশাসনসহ সবকিছুকে একাকার করেছিলেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে।
এমএএন
মন্তব্য করুন: