[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ২০:১৪

সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে। তাদের সেখানে বসিয়ে রেখে অন্তর্বর্তী সরকারের নেওয়া কোনো উদ্যোগই সফলতার মুখ দেখবে না বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশে কৃষক-শ্রমিক-দিনমজুর এবং স্বল্প আয়ের মানুষ দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে দিশেহারা। জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি। সরকারকে বলব- জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন। সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন।

আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের বক্তব্যের গরমিল জনগণের মনে সন্দেহ তৈরি করেছে বলে উল্লেখ করেন তারেক। তিনি বলেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দায়িত্বশীল গণমুখী ভূমিকায় দেখতে চায়। 

তারেক রহমান আরও বলেন, স্বৈরচারের আমলে তাদের বিভিন্ন নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে জমি-জায়গা, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল। তারা সেগুলো পুনরুদ্ধারে মরিয়া হয়েছে। সেগুলো পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের পক্ষে পদক্ষেপ নেওয়া উচিত। নাগরিকদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব তেমনই রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব রয়েছে। সেজন্য সবাইকে স্বেচ্ছাসেবীর মনোভাব নিয়ে কাজ করতে হবে। আসুন আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এই মনোভাব নিয়ে এগিয়ে যাই। আমি সবশেষে জুলাই-আগস্টে হতাহত এবং ক্ষতিগ্রস্তদের আবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর