[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

কেন রাজনীতির মাঠে নেই ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১৩:৫৪

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাব না। কোথায় পালাব! পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব।

গত বছরের ২৯ জানুয়ারি রাজশাহীতে এক সভা তে তিনি এ কথা বলেন। কিন্তু সেই ওবায়দুল কাদের এখন যেন নিরুদ্দেশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন ওবায়দুল কাদের। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে চলে যান। ধারণা করা হচ্ছে, ওবায়দুল কাদেরও তাঁদের সঙ্গে গেছেন। তবে কেউ কেউ ধারণা করছেন, তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। কিন্তু তাঁর সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। দলের নেতাকর্মীরা পর্যন্ত জানেন না তিনি কোথায় আছেন।

ওবায়দুল কাদেরের নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর 'পালাব না' বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান, মিম এবং প্যারোডি তৈরি হয়েছে, যা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর