বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাতে দুই দেশের স্বার্থী সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ-ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত ও ক্রিয়াশীল করার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটি ও দলীয় চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
এমএএন
মন্তব্য করুন: