ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ঘটিকায় অনার্স ভবনের ১০২ নম্বর কক্ষে, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী মোস্তাক সরকার এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উক্ত কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনে যে অসংখ্য ভালো কাজ করেছেন, তার মধ্যে শিশুদের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর জন্মবার্ষিকীতে আনন্দ মোহন কলেজ ছাত্রদলের এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও সৃষ্টিশীল আয়োজনের প্রত্যাশা রাখি।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন: ইয়াসিনা খানম রিচি, সাইফুল বাসার জয়, রুনা আক্তার , আফ্রিদি হাসান ইয়ান, সাগর খান, ফেরদৌস আহম্মেদ তাঁরা সকলে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজর অনার্সের বিভিন্ন বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থী।
প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের অংকনকৃত বিভিন্ন চিত্র ও লেখা রচনা বিচার বিশ্লেষণ করেন ও বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম স্যার, সহ উক্ত বিভাগের খণ্ডকালীন শিক্ষক আজহারুল ইসলাম সাওন স্যার ও পল্লব কর্মকার স্যার ও আনন্দ মোহন কলেজ ছাত্রদল।
অনুষ্ঠানে আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী মোস্তাক সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমরা এই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের দিনটি শুধু তাঁর জন্মদিন নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের জন্যই আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক। তাঁর অবদান ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কেমন হতো, তা কল্পনা করাও কঠিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী মোস্তাক সরকার, ছাত্রদলনেতা আশিক রাব্বি, ছাত্রদল নেতা, রেজওয়ান মারুফ, ও তাদের নেতৃত্বাধীন ছাত্রদলের, শিবলু আহম্মেদ রনি, কাউসার আহম্মেদ ফেরদৌস, মোঃ শরিফুল ইসলাম, আশিক, তানভীর আহম্মেদ, শৈকত আহমেদ, কাইয়ুম, রেজাউনুল হক আফ্রি।
এমএএন
মন্তব্য করুন: