[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে: সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ২২:০০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়। সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে বিএনপি অবশ্যই সম্মান করে। কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, সেই পরামর্শ দিয়েছে বিএনপি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা গণ-ঐক্যে রূপান্তর করে সেটাকে আমরা যেন রাজনৈতিক সংস্কৃতিতে চর্চা করতে পারি এবং সেই ঐক্য ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

ঘোষণাপত্রের বিষয়ে কোনো পরামর্শ ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। আমরা প্রশ্ন করেছি জুলাই গণ-অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন আছে কি না, যদি থাকে তার রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী, সেগুলো নির্ধারণ করতে হবে।

খসড়া নিয়ে কোনো আপত্তি আছে কি না— জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য কোন ধরনের বক্তব্য না দিয়ে চলে যান।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর