[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৩

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল ও সদস্যসচিব আরেফিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শামসুল আরেফিন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে আরও রয়েছেন— যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, শাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইন উদ্দীন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মোহাম্মদ মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামীম মিয়া।  

সদস্য হিসেবে আরও রয়েছেন মোহাম্মদ রিয়াসাল রাকিব, মোবাইদুর রহমান, এম  তানভীর রহমান, আবু হেনা মোরসালিন, ইমরান হোসেন ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইন।  

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর