হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র তখনই পুনঃপ্রতিষ্ঠিত হবে যখন মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে তার পবিত্র ভোট ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে দিয়ে আসতে পারবে। সেই নির্বাচিত প্রতিনিধিরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তখন আমরা বলব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো। তার আগ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে চলবে। ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিশ্বাস করে। কারণ বিএনপি আজ পর্যন্ত কখনও জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করেনি, পালিয়ে যায়নি। সেজন্য বিএনপিকে মানুষ সমর্থন করে। জনগণের আকাঙ্ক্ষা আমাদের লালন করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রস্তুতি নিতে হবে। জনগণকে ভালোবাসতে হবে, তাদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বাড়াতে হবে। যাতে বিএনপিকে সবাই বিশ্বাস করে। আমরা যেন এ দেশের কল্যাণের জন্য ক্ষমতা নয়, দায়িত্ব নিতে পারি। এ দেশের মানুষের কল্যাণের দায়িত্ব আমরা নিতে চাই এই কারণে, আমাদের যে ভাই খুন হয়েছে তার পরিবারকে আমরা সহায়তা দিতে চাই। আমার যে ভাই গুম হয়েছে আমরা তার মুক্তির চিন্তা করতে চাই। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা কষ্ট করেছে, আমরা তার পরিবর্তন চাই।
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এসএম আব্দুল হালিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,বিএনপির নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন প্রমুখ।
জনসভার সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইন্ডিয়ান যে চাল (ষড়যন্ত্র), ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য প্রতিটি ইউনিয়ন, প্রতি পৌরসভা, প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্র ঐক্যবদ্ধ হয়ে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানাই। এ সময় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএএন
মন্তব্য করুন: