ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে ‘বাড়ি বাড়ি যাওয়া নয়, আপগ্রেড’ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সংস্কারের জন্য ৩ থেকে ৪ মাস সময় যথেষ্ট বলে মনে করে দলটি।
সোমবার (৯ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির আহ্বায়ক মঈন খান বলেন, ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই, কারণ কম্পিউটার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এটি সঠিকভাবে করা সম্ভব।
তিনি বলেন, সঠিক ভোটার তালিকা তৈরি করতে কম্পিউটারই স্বয়ংক্রিয়ভাবে ভুল নির্বাচনকারীদের বাদ দিতে পারবে, যা বাড়ি বাড়ি গিয়ে করা সম্ভব নয়। মঈন খান দাবি করেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে ৩-৪ মাসের বেশি সময় লাগবে না, এবং এই প্রস্তাবের জন্য নতুন কিছু করতে হবে না।
নজরুল ইসলাম খান বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে শক্তিশালী করে, নির্বাচন কমিশন সচিবালয় গঠন এবং তাদের কিছু ক্ষমতা দেওয়ার জন্য বেশি সময় প্রয়োজন নেই। তাদের মতে, ক্ষমতাসীন সরকার নির্বাচনের প্রতি পক্ষপাতিত্ব এবং প্রশাসনিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছে, যা পরিবর্তন করা প্রয়োজন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আইনি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই। তবে, ভোটার তালিকা তৈরি এবং অফিসার নিয়োগের কাজের জন্য ২-৩ মাসের বেশি সময় লাগবে না। তিনি তত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার আহ্বান জানিয়ে বলেন, তত্বাবধায়ক সরকার দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ।
এমএএন
মন্তব্য করুন: