[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪, ২১:২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে যে অস্থিরতা বিরাজ করছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি দেশকে যত দ্রুত সম্ভব স্থিতিশীল দেখতে চায় এবং একটি স্বাধীন নির্বাচন চায় বলেও জানান তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফাই সব কিছু না। যদি এর চেয়ে ভালো প্রস্তাবনা কেউ দেয় অবশ্যই আমরা গ্রহণ করব। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে তখনই আমরা ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পাব।

তিনি বলেন,  প্রত্যেকটা মানুষকে স্ব স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু বিএনপির সব নেতাকর্মীর। স্বৈরাচারকে পালিয়ে যেতে জনগণ যে বাধ্য করেছে এটা বিএনপি একা করেনি। সব শ্রেণিপেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার।

বিএনপি সব পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু প্রধানমন্ত্রী নয়, এমপি-মন্ত্রীরাও জবাবদিহি করবে তা নয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সবাই জবাবদিহি করবে।

তিনি আরও বলেন, জবাবদিহি ছিলো না বলেই আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা পাচার করেছেন। দেশে জবাবদিহি থাকলে অর্থ পাচার সম্ভব ছিলো না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য খাতে বিএনপি এমন একটা পরিবেশ তৈরি করতে চায়, যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই সেবা নিতে পারবে। ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ যেভাবে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তেমনি জবাবদিহি নিশ্চিত করতে হলেও দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর