[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ২০:২০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার লন্ডন যাচ্ছেন। সেখানে ১০ দিন অবস্থান করার পর ১১ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিএনপি মহাসচিব রাজনৈতিক ও দলীয় কাজ নিয়ে লন্ডন যাচ্ছেন। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

বিএনপি মহাসচিব দেশে ফেরার পর আগামী ১৩ ডিসেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন। সে লক্ষ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সেখান থেকে চিকিৎসার জন্য সাবেক এই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রেও যেতে পারেন বলে জানা গেছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর