[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

স্বৈরাচার পালিয়ে গেছে, তবে তার লেজ রয়ে গেছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ২০:৫৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে যেকোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা চালু রাখতে হবে। স্বৈরাচার পালিয়ে গেছে, তবে তার লেজ রয়ে গেছে। তারা এখন বদমাইশী করছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকায় গত দুই দিনের পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে, তারা কিন্তু বসে নেই। আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, দেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিরাপদ। এজন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।

তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গত কয়েকদিনের পত্রিকা দেখলে বোঝা যায়, কোথাও একটা কিছু হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে বিগত জুলাই আগস্টে দেড় হাজারের বেশি মানুষের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। স্বৈরাচার, হাজার কোটি টাকা লুটপাটকারীরা গণতন্ত্রে বিশ্বাসী ছিল না বলে, তাদের রাতে ভোট করতে হয়েছে। ওই সময়ে কোনো জবাবদিহি ছিল না। আমাদের জবাবদিহি সৃষ্টি করতে হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নী, সাবেক সংসদ সদস্য রাহেনা আক্তার বানু, বিএনপির কেন্দ্রীয় সদস্য (দফতরের দায়িত্বে) আবদুস সাত্তার পাটয়ারীসহ অনেকে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর