দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসন্ন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে পালন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই আজকের এ সভা। ১৬ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।
সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা অনেক সময় দেখেছি একেক জায়গায় একেক রঙয়ের পতাকা টানানো হয়। এটা যেনো না হয় সেদিকে খেয়াল রাখা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় দিবস নিয়ে নিরাপত্তা ঝুঁকির কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেন এবং বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএএন
মন্তব্য করুন: