[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ১৭:৩০
আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৯:১১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি । 

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহ না যেতেই দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে নজিরবিহীন বন্যার ধাক্কা সামলাতে হয় । তারপর  ২৫ অগাস্ট তিনি দ্বিতীয় বার জাতির উদ্দেশে ভাষণ দেন ।

১১ সেপ্টেম্বর তৃতীয় বার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সরকারের পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সেদিন তিনি ছয়টি কমিশন গঠন করার ঘোষণা দেন।

১০ নভেম্বর নতুন করে তিনজন উপদেষ্টা শপথ গ্রহনের পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২৪ জন ।

অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে ।

AB

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর