[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

শপথ নিলেন আরও ৩ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ২০:৪১

নতুন তিন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার একটু পরে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। শপথ নেওয়া নতুন তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গণ আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়ে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতী সরকার। তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ল। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং পরে সম্প্রসারণ করে আরও চারজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। রোববার যুক্ত হলেন নতুন তিনজন।  

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টার সম্মতি মিললে দপ্তর পুনর্বণ্টনও হয়ে যেতে পারে বলে আভাস দেন মন্ত্রিপরিষদ সচিব।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর