[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

ইসির সচিব হলেন বিমানের শফিউল আজিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৪, ১৮:৪৮

ফাইল ছবি

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব থেকে সচিব হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। পদোন্নতি দিয়ে তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো। তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শফিউল আজিম জননিরাপত্তা বিভাগের সচিবের সদ্য দায়িত্ব পাওয়া মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে জননিরাপত্তা বিভাগে পদায়নের আগ পর্যন্ত ইসি সচিবের দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ এয়ারলাইনসের এমডি হন। ১৯৯৫ সালে তিনি ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন।

এনএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর