[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুককে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ১৭:৫০

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার ভোরে বিমানবন্দরের এক্সিট ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটকে দেয়া হয়।

তিনি বলেন, উনি (গোলাম ফারুক) বিদেশ যাওয়ার জন্য ইমিগ্রেশনে এসেছিলেন। তবে তার ইমিগ্রেশন হয়নি। তাকে আটকে দেওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠানো হয়েছে।

গোলাম ফারুক ব্যাংককে যাওয়ার উদ্দেশে থাই এয়ারওয়েজের ফ্লাইট (টিজি-৩৪০) ধরতে বিমানবন্দরে গিয়েছিলেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিএমপির সাবেক এই কমিশনারের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন খন্দকার গোলাম ফারুক। এরপর ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান ।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর