[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

বকেয়া বেতন পরিশোধ না করায় মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১২:৩৭
আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১২:১০

ফাইল ছবি

বকেয়া বেতন পরিশোধ না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ হাজার এর ও বেশি  পোশাক শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

পোশাক শ্রমিকরা জানান, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া আছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।

জীবন ইসলাম নামে এক পোশাক শ্রমিক সাংবাদিকদের বলেন, গত তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না।বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর