[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

বৃষ্টির পানিতে বাড়ছে মশার প্রজনন

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৪, ১৭:০৫
আপডেট: ১১ মে ২০২৪ ১৭:০৫

ফাইল ছবি

গেল কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমতে শুরু করায় মশার প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। ময়লা আবর্জনায় পূর্ণ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর ওয়ার্ডের খালটি প্রজননস্থলে পরিণত হয়েছে।

এদিকে ডেঙ্গু নিয়ে শঙ্কায় ভুগছেন ঢাকাবাসী। গত কয়েকদিনের বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হতেই ফের বাড়তে শুরু করেছে মশা। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ১ জন আর আক্রান্ত হয়েছেন ৩১ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩৯১ জন আর মৃত্যু হয়েছে ২৯ জনের।

মিরপুর ১২ নম্বর ডিওএইচএস থেকে সাগুফতা পর্যন্ত বয়ে যাওয়া খালটি এডিস আর কিউলেক্স মশার লার্ভার অন্যতম উৎস। ময়লা-অবর্জনায় পূর্ণ এ খাল মশার নিরাপদ প্রজননস্থল।

স্থানীয়রা জানান, বেশিরভাগ সময় পানিটা ময়লা আবর্জনায় ভরা থাকে। পানির প্রবাহটা কম হয়। তাই মশার পরিমাণ বেশি হয়। খালটা প্রায় ১ বছর আগে পরিষ্কার করেছিল। এখানে কোন ওষুধ দেয়া হয় না।

মশার কারণে অতিষ্ঠ উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দিনে কিছুটা কম থাকলেও বিকেল-সন্ধ্যায় স্থির থাকাটা দুঃসাধ্য। মশারি টানিয়েও যেন সুফল মিলছে না।

এদিকে গেল কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আটকে থাকা পানিতে জন্মাতে পারে মশার লার্ভা। সাগুফতার খালে চলছে বর্জ্য অপসারণ কাজ। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর