[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টুরিস্ট পুলিশের সদরদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। 

আইজিপি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশে পূজা হয়ে আসছে। এর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবে। দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের অন্তত ৫০০ থানায় হামলা, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ প্রধান। তিনি বলেন, ইতোমধ্যে গাড়ি রিপ্লেস করা হয়েছে। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর