[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

মেট্রোরেল বন্ধের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৮

গতকাল দীর্ঘ সময় আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ করা হয়। দিনভর চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ৮টার দিকে ওই পথে ট্রেন চলে।

ডিএমটিসিএল জানায়, বিজয় সরণি ও ফার্মগেটের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টে ত্রুটি দেখা দেওয়ায় এ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ব্রিফিং করবেন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর