[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১১:২৪
আপডেট: ২০ মার্চ ২০২৪ ১১:০৩

ফাইল ছবি

ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২০ মার্চ) পোশাক শিল্পের মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ করতে পারবে না কারখানাগুলো। এক্ষেত্রে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ঈদের ছুটির আগে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও উৎসব ভাতা দিতে হবে।

ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরইমধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বৈঠকে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে ছিল বেশিরভাগ দেশ। যেসব বিষয় সমাধান হয়নি তা নিয়ে সামনে নভেম্বর আলোচনা হবে।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর