[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্তে ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৬:০৮

ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে যানবাহনের তীব্র চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ঢাকামুখী অংশে। টোল প্লাজায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের ।

সোমবার (২৪ জুন) ভোর থেকেই এই যানজটের শুরু হয়, যা সেতুর পশ্চিম থেকে শুরু হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত এসেছে। দুপুর সাড়ে ১২টার দিকেও এই যানজট অব্যাহত ছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানায়, ঈদের ছুটি শেষে ঢাকামুখী গাড়ির চাপ বাড়ায় সেতুর পশ্চিম টোল প্লাজায় একটু সময় লাগছে। এ কারণে সেতুর পশ্চিমে জট লেগেছে। তিনি আরও বলেন, ভোর থেকেই সেতুর পশ্চিম থেকে ঝাউল উড়াল সেতু পর্যন্ত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে গাড়ির এ চাপ আজ থেকে কমে যাবে।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঢাকামুখী গাড়ির চাপ বেড়েছে। এ কারণে সেতুর পশ্চিমে কিছুটা জট লেগেছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৭ হাজার ৬০০টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।


এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর