[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ: মেয়র তাপস

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৪, ১৩:০৮
আপডেট: ১২ জুন ২০২৪ ২১:০৬

ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।

শেখ ফজলে নূর তাপস বলেন, ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মেয়র বলেন, ঈদ উল আজহার জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে৷ আশঙ্কা করা হচ্ছে, ঈদের দিন ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে৷ সে অনুসারে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

পুরুষ-নারী সবাইকে ঈদ জামায়াতে অংশ নেয়ার আহ্বান জানান দক্ষিণের মেয়র।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর