[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

শেখ হাসিনার সঙ্গে ভারতের কংগ্রেস নেতাদের সাক্ষাৎ

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৪, ২০:৪৭
আপডেট: ১১ জুন ২০২৪ ২২:০৬

ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল মৌর্যতে যান কংগ্রেসের এ তিন নেতা।

গান্ধী পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক অনেক পুরানো। সেই সুসম্পর্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী এবং তার ছেলে-মেয়ে।
 
রোববার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নৈশভোজে ছিলেন না কংগ্রেসের এ তিন নেতা। রাষ্ট্রীয় আচারের বাইরে তারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান।
 
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার ইচ্ছা ব্যক্ত করেন।
 
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতীয় সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর