[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

অপরাধের নতুন কৌশল নিয়ে সজাগ থাকতে হবে: শেখ হাসিনা

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭
আপডেট: ০২ মার্চ ২০২৪ ১০:০৩

সংগৃহীত ছবি

বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম ধরে রাখতে হবে। একইসঙ্গে অপরাধের নতুন নতুন কৌশল নিয়ে সজাগ থাকতে পুলিশবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এছাড়া রাজনীতির নামে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় সে বিষয়েও পুলিশবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা যতো বৃদ্ধি পাচ্ছে, অপরাধও ততো বাড়ছে। নতুন নতুন মাত্রায় এ অপরাধ দেখা দিচ্ছে। সেগুলো মোকাবিলার জন্য আমাদের পুলিশবাহিনী যেন প্রস্তুত থাকে। সে বিষয়ে আমরা যথেষ্ট যত্নবান ও নজর দিচ্ছি।’

 

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর