[email protected] বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫
২২ ফাল্গুন ১৪৩১

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর ঐকমতের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে সেগুলোই বাস্তবায়ন হবে।

তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারও কারচুপির  সুযোগ থাকবে না।

এদিকে, মানিকগঞ্জ নির্বাচনী-৪ আসন পুনঃনির্ধারণের দাবি জানিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা একাধিক আবেদনপত্র জমা দেন ইসি আনোয়ারুল ইসলামের কাছে।

এ সময় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর