প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদের সহযোগীতা করবেন।
রোববার (০৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি অনুষ্ঠানটি আয়োজন করে।
নাসির উদ্দিন বলেন, আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সহযোগীতা করবেন।
নাসির উদ্দিন আরও বলেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০ কারণ বলতে পারবেন, ২০০ কারণ বলতে পারবেন কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো—পলিটিক্যাল কন্ট্রোল অফ দা ইলেকশন কমিশন (নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়ন্ত্রণ)। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া—এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।
সিইসি বলেন, রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দা ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি।
সিইসি আরও বলেন, শুধুমাত্র ইসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সারা দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে সম্ভব হবে না। গণমাধ্যমকর্মীসহ দেশের প্রতিটি মানুষকে নিয়েই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।
এমএএন
মন্তব্য করুন: