[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭ হাজার ৯৬৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ২১:২১

গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিকের মধ্যে প্রাথমিকভাবে ৭ হাজার ৯৬৪ জনকে দেশটিতে প্রবেশেযোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, ২০২৩ সালের ৫ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ২০২৪ সালের ৩১ মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৮ হাজার শ্রমিকের বিষয়ে আলোচনা হয়।

এই আলোচনায় মালয়েশিয়া ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি দল গঠনের প্রস্তাব দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৪ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৭ হাজারের বেশি শ্রমিকের তালিকা মালয়েশিয়ার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে যাচাই করা হয়। যাচাই প্রক্রিয়া শেষে প্রাথমিকভাবে ৭,৯৬৪ জনকে প্রথম ধাপে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর