[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলাদেশের কসাই’ বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম মন্তব্য করেন, দেশের ছোট ছোট শিশু, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক এবং রিকশাচালকদের নির্দয়ভাবে হত্যা করা হয়েছে, যার অন্যতম দায়ী আসাদুজ্জামান খান কামাল। তিনি 'বাংলাদেশের কসাই' হিসেবে পরিচিত। যারা মিডিয়াতে তার নিউজ করে তাকে কাভারেজ দিচ্ছে, তাদের মানটা বুঝা যায়।

ভারতীয় একটি মিডিয়ায় কামালের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, এটি একটি বিশাল আন্তর্জাতিক প্রোপাগান্ডা ক্যাম্পেইনের অংশ। তিনি আরও যোগ করেন, পৃথিবীর কেউ কোনো কসাইকে মিডিয়াতে প্ল্যাটফর্ম দেয় না।

গুজবের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, যদি এটা আইনের ব্যত্যয় হয় তাহলে আইনি ব্যবস্থার বিষয় আছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর