[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:০৯

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তিনি বিএসএফের গুলিতে আহত হন। পরে সকাল সাড়ে ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতের নাম মো. হাবিল আলী (৩২)। শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত হাবিলের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। তিনি দাবি করেন তার ভাইয়ের নামে আগে চোরাচালান সংক্রান্ত কোনো মামলা নাই।

স্থানীয়দের বরাতে শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ আলী সাংবাদিকদের বলেন, শনিবার ভোররাতে গমক্ষেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিয়েছে। এমতাবস্থায় ওই সময়ে তার সেখানে যাওয়া অগ্রহণযোগ্য।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জন মাদক কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কিনা আমার জানা নেই।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে নো ম্যানস ল্যান্ড এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। ফলে সীমান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর