[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২০:০১

ফাইল ছবি

আসন্ন রমজানে জনগণকে স্বস্তি দিতে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ বার্তা দিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ভ্যাটের জালে জনগণ ও ব্যাবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।

এর আগে গতকাল বুধবারও এক পোস্টে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে পোস্ট করেছিলেন হাসনাত।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর