দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন।
সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে গঠিত সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। যদিও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হয়নি। তবে কমিশন তাদের সম্ভাব্য কিছু সুপারিশ তুলে ধরেছে, যার মধ্যে ৪টি প্রদেশ গঠনের কথা রয়েছে।
সূত্র মতে, ৪টি প্রদেশ হতে পারে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। তবে প্রদেশগুলোর পরিচালনা কাঠামো এবং সেগুলোর দায়িত্ব-কর্তব্য এখনো পরিষ্কার হয়নি।
কমিশনের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে এবং চূড়ান্ত সুপারিশ প্রস্তুত হয়নি। কারণ এটি সংবিধান সংশ্লিষ্ট একটি বিষয়। তাই কাঠামো সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।
সূত্র আরো জানায়, মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্রনিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য-সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে কেন্দ্রের হাতে। আর বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে।
এর আগে, উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ‘রাষ্ট্র মেরামতের এখনই সময়’ শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন।
তবে প্রদেশ গঠনের এমন চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করছেন না বিশেষজ্ঞরা। যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি ছোট দেশ এবং ভাষাগতও তেমন কোন বিভাজন নেই তাই এমন বিভাজনে সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে বলে মতামত তাদের।
প্রসঙ্গত, বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। এছাড়া কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার বিষয়েও আলোচনা চলছে।
এমএএন
মন্তব্য করুন: