[email protected] রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
৬ মাঘ ১৪৩১

১১ দিন পর খুললো সচিবালয়ের ৭ নম্বর ভবন

নাঈম মজুমদার

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫

সংগৃহীত ছবি

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। নয় তলা ভবনের পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে আগুন লাগার ১১ দিন পর ভবন খুলে দেওয়াতে অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়।

রোববার (৫ জানুয়ারি) সরেজমিনে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেখা যায়। পাঁচতলার পর (উপরের ফ্লোরগুলোতে) গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গত ২৫ ডিসেম্বরের অগ্নিকাণ্ডের পর থেকে ৭ নম্বর ভবনের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রাখা হয়। আগুন লাগার পর থেকে কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি। ভবনটিতে যেসব মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে, তারা বিকল্প উপায়ে অন্য জায়গায় কাজ করছে।

সরেজমিনে ৭ নম্বর ভবনে গিয়ে দেখা যায়, ছয়, সাত, আট ও নয় তলা ছাড়া পাঁচটি তলায় কাজ চলছে। তবে আজকে ধোয়ামোছার কাজ চলছে। ঠিক করা হচ্ছে পানির লাইন,  কম্পিউটার কানেকশন।

এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয় তদন্ত কমিটিকে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর