[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ফায়ারকর্মী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২০

সংগৃহীত ছবি

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মো. সোহানুর জামান নয়ন (২৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

নিহত সোহানুর জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আক্তারুজ্জামানের একমাত্র ছেলে তিনি।

ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন। তিনি বলেন,  আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন।  

আহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান (২৬) এবং বারিধারা ফায়ার স্টেশনের ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম। আগুন নেভানোর কাজ করতে গিয়ে মনিরুলের ডান হাতের আঙুল কেটে যায়।

এদিকে, এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত ট্রাকচালককে শিক্ষার্থীরা আটক করেছে বলে জানা গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর