[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮
আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:১২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আগুনের ঘটনায় নাশকতা আছে কি-না খতিয়ে দেখা হবে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি করা হবে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। একজন ফায়ার ফাইটার গাড়িচাপায় নিহত হয়েছেন। দুই-তিনজন কিছুটা আহত হয়েছেন। এর বাইরে কিছু পাওয়া গেলে পরে গণমাধ্যমে জানানো হবে।

গভীর রাতে লাগা এই আগুন সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ করা যায়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও কর্মীরা ভিতরে প্রবেশ করেছে। বাইরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা কাউকে সচিবালয়ে প্রবেশ পথে পাহাড়া দিচ্ছে।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর