বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শুক্রবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৫৮। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ শুক্রবার সকালেও দিল্লির বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যানুযায়ী,৬০১ স্কোর নিয়ে সকাল ৯টার দিকে প্রথম স্থানে অবস্থান করছিল রাজধানী দিল্লি। ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৪৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই।
বেশ কিছু দিন ধরে ভারতের রাজধানী দিল্লি বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৬০১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে যা খুব অস্বাস্থ্যকর। একিউআই তথ্যানুযায়ী খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০।
এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায়, ২৪৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছিল পাকিস্তানের লাহোর। ২৩২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।
কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০।
এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
এমএএন
মন্তব্য করুন: