[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ডিএমপির ১০ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এই বদলি করা হয়।

পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদর দফতর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলমকে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি,  মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের রমনা জোন, তারিক আহমেদ আস সাদিককে সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স (আইএডি) বিভাগ, ফরহাদ হোসেনকে ডিএমপির অর্থ বিভাগ, মারুফা নাজনীনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) এহসানুল কামরান ও এসি শামীম হোসেনকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া এসি শরীফ উল আলমকে মিরপুর ট্রাফিক বিভাগ ও জাকির হোসেনকে তেজগাঁও জোনের এসি পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর