মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই।
শনিবার (১৪ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
ডিআইজি বলেন, বিজয় দিবসকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রায় ৩ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান তিনি।
আওলাদ হোসেন বলেন, সব স্তরের নিরাপত্তা ব্যবস্থাই আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের সমর্থকরা অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে পুষ্পক অপর্ণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন।
তিনি আরও বলেন, এখন আমাদের পুরো ফুল ফেজে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সব লোকজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বিজয় দিবস উদযাপন করবেন। ১৬ তারিখ নিয়ে আমাদের কোনো থ্রেট নেই।
এসময় অতিরিক্ত আইজিপি আকরাম হোসেনসহ ঢাকা জেলা পুলিশ সুপার ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: