[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

সংখ্যালঘু হামলার ৮৮ মামলায় গ্রেপ্তার ৭০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, গত ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শফিকুল আলম বলেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আমরা সময় মতো আপডেট দেবো।

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, রুলিং পার্টির (আওয়ামী লীগের) পদধারী ছিলেন। সে কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে যে কোনো ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। এগুলোও ক্রাইম হিসেবে দেখে সিরিয়াসলি নেওয়া হচ্ছে।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর